যশোর প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৪:২৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৪:৫৯ পিএম
ক্রেন দিয়ে তেলবাহী ট্যাংকার উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রবা ফটো
প্রায় ৮ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলো। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বসুন্দিয়ায় লাইনচ্যুত তেলবাহী ট্যাংকারের বগি সরিয়ে নেওয়ার পর রেল চলাচল চালু হয়।
যশোর রেলওয়ের স্টেশন মাস্টার আয়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পরপরই খুলনা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন) এসে কাজ শুরু করে। বেলা ১১ টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়া হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।
এর আগে ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে বসুন্দিয়ার বানিয়ারগাতি এলাকায় তেলবাহী ট্যাংকারের বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।