অভয়নগর (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৪:৩৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:১৩ পিএম
কাটাখালী মোড় থেকে রামদাসহ নানা সরঞ্জাম উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। প্রবা ফটো
যশোরের অভয়নগরে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মারধরে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম কাটাখালী মোড়ে তাদের গ্রামবাসী পেটায় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম, মাসুদ রানা। তিনি সদর উপজেলার গাইদগাছী গ্রামে বসবাস করতেন। আহতরা হলেন, অভয়নগরের চেঙ্গুটিয়া গ্রামের জুলফিকার আলী, মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের মঈন আলী, কররা গ্রামের সুমন হোসেন, একই গ্রামের সজিব হোসেন ও সুবলকাঠি গ্রামের ইস্রাফিল।
অভয়নগরের বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলার প্রেমবাগ গ্রামের কাটাখালী মোড়ে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। পিটুনিতে আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি রামদাসহ নানা সরঞ্জাম জব্দ করেছি।’
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে কি না তা তদন্ত করে বলা যাবে। যশোর কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান জানান, অভয়নগর উপজেলার সীমান্তবর্তী যশোর সদর উপজেলার গাইদগাছী গ্রামের একটি বাগানে রাতে তারা ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গ্রামবাসীরা টের পেয়ে তাদের ধাওয়া করে অভয়নগর উপজেলার কাটাখালী তিনরাস্তার মোড়ে এসে ধরে ফেলে এবং একজনকে পিটিয়ে হত্যা করে।
নিহত মাসুদের চাচাতো ভাই জিয়াউর রহমান বলেন, বুধবার রাতে জুলফিকার আলী তার পারিবারিক একটা সমস্যার ব্যাপারে মাসুদ রানাকে বাড়িতে ডেকে নিয়ে আসে। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে জানতে পারি প্রেমবাগের কাটাখালী মোড়ে তাকে গ্রামবাসীরা পিটিয়ে হত্যা করে ফেলে রেখেছে। পূর্ব শত্রুতার কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে।