কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:১২ পিএম
প্রতীকী ছবি
ঝিনাইদহের মহেশপুর ডিস লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে মহেশপুরের নাটিমা ইউনিয়নের নস্তি শাকিল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শনু মন্ডল। তিনি মহেশপুরের নাটিমা ইউনিয়নের নস্তি গ্রামের করিম মন্ডলের ছেলে। মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার বলেন, সকালে ডিস লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় শনু। পরে স্থানীয়রা মহেশপুর ফায়ার সর্ভিসকে খবর দিলে তারা এসে শনুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহেশপুর উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুজ্জামান বলেন, ঘটনা শোনামাত্র আমরা সেখানে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাই। কিন্তু বিদ্যুতের পোলের সঙ্গে ডিসের লাইন ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।