মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৫৪ পিএম
মোরেলগঞ্জ-শরণখোলা-মোংলা বাস মিনিবাস মালিক সমিতির নেতাদের কোন্দলে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। প্রবা ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জ-শরণখোলা-মোংলা বাস মিনিবাস মালিক সমিতির নেতাদের কোন্দলে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
মোরেলগঞ্জ-শরণখোলা সড়কে প্রতিদিন ৩৫-৪০টি লোকাল বাস চলাচল করত। এখন কমে তিনটিতে ঠেকেছে। বাস চলাচল কমে যাওয়ায় বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, রায়েন্দা, তাফালবাড়িয়া সড়কে প্রতিদিন যাতায়াতকারী শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে নির্বাচনবহির্ভূত কমিটি ঘোষণা ও নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার কারণে এ সড়কে এমন সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসমালিকদের। তারা বলছেন, চলতি বছরের মে মাসে একটি কমিটি ঘোষণা দেওয়া হয় নির্বাচন ছাড়াই। পেশিশক্তি ও দলীয় প্রভাব খাটিয়ে কমিটি ঘোষণা দিয়ে একটি মহল মালিক সমিতির নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ায় এ রুটের ৪৪ জন বাসমালিক ও প্রায় ১০০ শ্রমিক চরম অর্থ সংকটে পড়েছেন। সড়কে গাড়ি না থাকা সত্ত্বেও এই সমিতিতে কেউ কেউ মালিক হিসেবে সমিতির নেতৃত্ব দিচ্ছেন বলেও অভিযোগ তাদের।
সম্প্রতি খুলনা বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করেছেন বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ। আদালত সমিতির নেতাদের বিরুদ্ধে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে নাÑ জানতে চেয়ে সাত দিনের সময় দিয়ে ১৭ আগস্ট সমিতির সভাপতি শামীম আহসান পলাশ ও সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তাকে নোটিস দিয়েছেন।
জানতে চাইলে মোরেলগঞ্জ-শরণখোলা-মোংলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি শামীম আহসান পলাশ বলেন, ‘সকল বিধি মেনেই মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। একটি পক্ষ মামলা করেছে। আমরা তার জবাব দেব। এখানে অনিয়মের কিছু হয়নি।’