কুড়িগ্রাম প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৫:৫৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:১৭ পিএম
দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। প্রবা ফটো
কুড়িগ্রাম সদর উপজেলায়
ট্রাকচাপায় মো. আব্দুল মালেক নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে
কুড়িগ্রাম-রংপুর সড়কের দাসেরহাট (আরডিআরএস) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ টেলি কমিনিউকেশন (টিএন্ডটি) কুড়িগ্রাম অফিসে কর্মরত ছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আব্দুল মালেক মোটরসাইকেলে করে মেয়ের বাড়ি যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন। পথে দাসেরহাট (আরডিআরএস) বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক বাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটিকে আটক করা যায়নি। এ বিষয়ে মামলার বিষয়টি থানায় প্রক্রিয়াধীন রয়েছে।