লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৩৫ পিএম
জেলা সদর হাসপতাল, লক্ষ্মীপুর। প্রবা ফটো
লক্ষ্মীপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহেতের নাম সুমি আক্তার । তিনি কুশাখালীর শান্তিরহাট এলাকার অটোরিকশা চালক আমির হোসেনের স্ত্রী। আহত হয় সুমি আক্তারের মেয়ে সুমাইয়া আক্তার।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. আরমান হোসেন বলেন, হাসপাতাল আনার আগেই সুমি আক্তার মারা গেছেন। শিশু সুমাইয়াকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত সুমির মা আশুরা খাতুন জানান, সুমাইয়া তার ছোট ভাইকে দোলনায় রেখে পাশে খেলছিল। তাদের পাশেই একটি বৈদ্যুতিক পাখা ছিল। খেলাধুলা করার সময় সুমাইয়া বিদ্যুতায়িত হয়। এটি দেখে তার মা সুমি বাঁচাতে যায়। এ সময় সেও বিদ্যুতায়িত হয়। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন। আহত সুমাইয়াকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।