চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:০৪ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৩৫ পিএম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ৪৫৮তম বোর্ড সভায় অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো
চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেনের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম হবে সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ উড়ালসেতু নির্মাণে ব্যয় হচ্ছে সাড়ে চার হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৫৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সকাল ১১টায় সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম চৌধুরী সভাপতিত্বে সভা শুরু হয়।
সিডিএর বোর্ড সদস্য শাহ আলী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহ আলী বলেন, ‘সিডিএর ৪৫৮তম সভাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ চূড়ান্ত করা হয়েছে। এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে নামকরণ করা হবে।’
সিডিএর আরেক বোর্ড সদস্য জিনাত সোহানা চৌধুরীও একই তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নে ফ্লাইওভার নির্মাণের কাজ অক্টোবরে শেষ হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এক্সপেসওয়ের উদ্বোধন করবেন।