ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৪৫ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৫৯ পিএম
মাইকে ঘোষণা দিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। প্রবা ফটো
মাইকে ঘোষণা দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিমুল বাজার এলাকায় সংঘর্ষ শুরু হয়। বেলা ১২টার দিকে ভাঙ্গা থানা পুলিশ, ঘারুয়া কালামৃধা ও আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ৪-৫ দিন আগে আজিমনগর ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে পাত্রাইল গ্রামের কিছু যুবক পুকুরপাড় গ্রামের চার জনকে মারধর করে। এর জের ধরে সকাল ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে পাত্রাইল গ্রামের পক্ষে কালামৃধা ইউনিয়নবাসী এবং পুকুরপাড় গ্রামের পক্ষে আজিমনগর ইউনিয়নবাসী সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১০ জন আহত হন।
বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।