× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দফা দাবিতে কক্সবাজারে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৬:৫০ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৫৪ পিএম

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো

কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো

এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠনসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন রেখে মানববন্ধন করেছে কক্সবাজারের ম্যাটস শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুয়ায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে কক্সবাজার ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

ম্যাটস সাইমুন ইসলাম রিপন বলেন, ‘আমাদের দাবি আদায় না হলে সারা দেশের মতো অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে। চার দফা দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানাচ্ছি।’

ম্যাটস শিক্ষার্থী আতিকুল ইসলাম ও কুতুবউদ্দিন রিয়াজ জানান, স্বাধীনতাত্তোর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জাতির পিতা বঙ্গবন্ধু বিশেষ গুরুত্ব দিয়ে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) গঠন করেন। আর ডিএমএফ শিক্ষার্থীদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ কর্মসংস্থান সৃষ্টি ও নিয়োগদানের দাবিতে এ চার দফা দাবি জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা