বান্দরবান প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৪২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৫২ পিএম
১৮ দিন পর রুমাবাসী পুনরায় বিদ্যুৎ পেল। প্রবা ফটো
বন্যা ও পাহাড় ধসের কারণে প্রায় ১৮ দিন ধরে রুমা উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুনরায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে।
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম দিকে সপ্তাহব্যাপী ভারী বর্ষণে বান্দরবানে স্মরণাতীতকালের বন্যা ও পাহাড় ধসে বান্দরবান -থানচি ও রুমা সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে, বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়ে থানচি-রুমা সড়ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে ১৯ আগস্ট থানচিতে বিদ্যুৎ সরবারাহ চালু করা হলেও এতদিন রুমা উপজেলায় বন্ধ ছিল। যা বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের চেষ্টায় আজ থেকে চালু হয়েছে।
রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মারমা বলেন, ‘৬ আগস্ট থেকে অতিবৃষ্টি ও বন্যার কারণে উপজেলা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। আজ ১৮ দিন পর রুমাবাসী বিদ্যুৎ পেয়েছে সেজন্য বান্দরবান বিদ্যুৎ বিভাগের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। , তিনি আরও বলেন, ‘আধুনিক সভ্যতার যুগে বিদ্যুৎ থাকলে ৯০ শতাংশ সমস্যার সমাধান হয়ে যায়। রুমা এলাকায় আবারও মানুষের কর্মচাঞ্চল্য ফিরে আসবে, জনজীবন স্বাভাবিক হবে।’
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম বলেন, ‘বান্দরবানের চলতি মাসের প্রথম দিকে অতিবর্ষণে সড়কে পাহাড়ধসে বিদ্যুৎতের খুঁটি উপড়ে পড়ে রুমা-থানচিসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে বান্দরবান বিদ্যুৎ বিভাগের যথেষ্ট ক্ষয়-ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে গত ১৯ আগস্ট বান্দরবান -থানচি বিদ্যুৎ সংযোগ সচল করার পর আজ বৃহস্পতিবার রুমাতে বিদ্যুৎ সরবারাহ চালু করা হয়েছে।’