আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৯:৫২ পিএম
ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী ব্রিজ এলাকায় ট্রাক চাপায় নিহত হন বেলি আক্তার। প্রবা ফটো
ঢাকার সাভারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায়
এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে ঢাকা-আরিচা
মহাসড়কের গাবতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বেলি আক্তার। তিনি রংপুর জেলার পীরগাছা থানার দাদন গ্রামের বাসিন্দা। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বর্ধিত এলাকার এপিক গার্মেন্টস ম্যানুফেকচার কোম্পানি লিমিটেড কারখানার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এ ঘটনায় ট্রাকচালক মো. রঞ্জুকে আটক করেছে পুলিশ। সে গাইবান্ধা জেলার বাসিন্দা।
নিহতের বোন রেলি বেগম জানান, তারা ২ বোন বাইপাইলের বুড়িরবাজার এলাকায় বসবাস করতেন। তার বোন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বর্ধিত এলাকার একটি কারখানায় কাজ করতো। আজও সে কারখানায় কাজে যায়। পরে কারখানা থেকে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে কারখানার এক সুপার ভাইজারের সঙ্গে ঢাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় মারা যায় সে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, সকালে একটি বালুবোঝাই ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এমন সময় আমিনবাজার স্ট্যান্ড পার হয়ে গাবতলী ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে চাকা পিছলে পড়ে যায়। মোটরসাইকেলের চালক রাস্তার বাম পাশে মাটিতে পড়ে গেলেও মেয়েটি রাস্তায় পড়ে যায়। পরে পেছনে থাকা ট্রাকের চাকা মেয়েটির শরীরের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।