ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:১৩ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২১:১২ পিএম
নারীকে মারধরের ভিডিও ফুটেজ থেকে নেওয়া ছবি।
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে এক নারীকে প্রকাশ্যে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় বুধবার (২৩ আগস্ট) রাতে দুলারহাট থানায় একটি মামলা হয়েছে। এতে তিনজনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক।
মামলার আসামিরা হলেন, মো. হাফেজ মাজেদ, লিটন হোসেন ও রিনা বেগম। তারা দুলারহাট এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২১ আগস্ট) বিকালে দুলারহাটের নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের ৪ নং ওয়ার্ডের থানা ভবনের পেছনে রেখা বেগম নামের ওই নারীকে মারধর করা হয়। থানা ভবনের পেছনে রেখা বেগমের স্বামী একটি পুকুর খনন করে মাছ চাষ করেন। পুকুরটির পাশে আসামিদের সমতল জমি রয়েছে। বর্ষার পানিতে সে জমি তলিয়ে ছিল। এ কারণে আসামিরা রেখার স্বামীর পুকুরের পাড় কেটে পানি অপসারণ করেন। এতে বাধা দিতে গেলে ঘটনার দিন সকালে আসামিরা রেখার স্বামীকে মারধর করেন। একই দিন বিকালে রেখা পুকুর পাড়ে গেলে আসামিরা তাকে বেধড়ক মারধর করেন।
এদিকে ঘটনার একটি ভিডিও ফুটেজ বুধবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রেখাকে আহত অবস্থায় প্রথমে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঘটনার দিন রাতেই ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
দুলারহাট থানার ওসি আনোয়ারুল হক প্রতিদিনের বাংলাদেশকে জানান, খবর পেয়ে ঘটনার সময় পুলিশ পাঠানো হয়েছিল। কাউকে তখন আটক করতে না পারলেও ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু তার পরিবার মামলা করতে রাজি হয়নি। ঘটনার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বুধবার রাতে তারা মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।