বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:২৯ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২১:২১ পিএম
বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ থেকে চেয়ারম্যান হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রবা ফটো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ থেকে চেয়ারম্যান হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়েছে । বৃষ্টি হলে গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন কালিগঞ্জ হাট, কাঁঠালতলীর হাট, বিসমিল্লাহর বাজার, কানকিরহাট, গাজীর হাট, নূরনগর বাজার, নান্টু বাজার, এমপির হাট, চেয়ারম্যান হাট এলাকার বাসিন্দারা চলাচল করে। এ ছাড়া ছোট রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ মালেক ডিগ্রি কলেজ, দক্ষিণ-পশ্চিম রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরও এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। গ্রামীণ মাটির রাস্তাটির মাঝে মাঝে ইট বিছানো হয়েছে। ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন চলাচলের কারণে মাটির অংশেও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে পুরো রাস্তাই কাদামাটি হয়ে যায়। এতে বিভিন্ন যানবাহন আটকে যায়। রাস্তাটি দিয়ে হেঁটে চলাই মুশকিল হয়ে পড়ে।
ছোট রঘুনাথপুরের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার বলেন, ‘গ্রামবাসী মিলে রাস্তাটি মাটি দিয়ে কয়েকবার সংস্কার করা হয়েছে। বিভিন্ন যানবাহন চলাচল ও বৃষ্টির কারণে আবার বড় বড় গর্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তাটি ভেঙেও গেছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহনেওয়াজ বলেন, ‘রাস্তাটি দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ হাজারো মানুষ চলাচল করে। বর্ষা মৌসুম এলেই রাস্তাটি বেহাল হয়ে যায়। তখন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দ্রুত রাস্তাটি সংস্তারের দাবি জানাচ্ছি।’
ছোট রঘুনাথপুর এমএ মালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামীম আহম্মেদ বলেন, ‘প্রতিদিন এ রাস্তা দিয়ে আমাদের কলেজসহ কয়েকটি স্কুলের অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তার অবস্থা খারাপ হওয়ায় যানবাহন চলাচল করতে পারে না। শিক্ষার্থীরা যথাসময়ে ক্লাসে আসতে পারে না। ফলে তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ বা সংস্কার করা প্রয়োজন।’
পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল হাসান (বাবু) বলেন, ‘এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ অব্যাহত আছে। দ্রুত রাস্তাটি পুনর্নির্মাণ কিংবা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল খায়ের মিয়া জানান, ‘রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ এলেই দ্রুত কাজ শুরু করা হবে।’