সিসিক মেয়রকে হাইকমিশনার
সিলেট অফিস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:৪৪ পিএম
সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। প্রবা ফটো
যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। সিলেটের উন্নয়নে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা থাকবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সিলেট নগরীর পাঠানটুলায় মেয়রের বাসভবনে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান আনোয়ারুজ্জামান চৌধুরী। পরে দুইজনের মধ্যে যুক্তরাজ্য সিলেটের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সারাহ কুক সিলেটবাসীর অতিথি পরায়ণতারও ব্যাপক প্রশংসা করেন। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্যে নিজের মুগ্ধতার কথাও জানান। পরে মেয়রের পক্ষ থেকে ব্রিটিশ হাইকমিশনারকে সিলেটের ঐতিহ্যবাহি চা উপহার দেওয়া হয়।