× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিকনিকে ছাত্রী-শিক্ষক নাচানাচি : সেই মাদ্রাসা সুপারকে শোকজ

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ১৬:৩৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৭:১৫ পিএম

ভিডিও থেকে নেওয়া ছবি।

ভিডিও থেকে নেওয়া ছবি।

জামালপুরের সরিষাবাড়িতে পিকনিকে ছাত্রীদের সঙ্গে শিক্ষকদের নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর সেই জামিরা নবাব আলী দাখিল মাদ্রসার সুপার ইদ্রিস আলিকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। বুধবার (৩০ আগস্ট) দুপুরে সরিষাবাড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোজাম্মেল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সফর বা পিকনিকে গেলে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে যেতে হবে। ওই মাদ্রাসা তা করেনি। ভাইরাল হওয়া ভিডিওটা আমি ইউএনওকে দেখিয়েছি। দেখার পরই তাৎক্ষণিক শোকজ ও আজকের মধ্যেই জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। যে শিক্ষকরা নাচানাচি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাদ্রাসা কর্তৃপক্ষ। আইনগতভাবে এটা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এই ভিডিওটা হলো প্রমাণ। আগে দেখি তারা কি ব্যবস্থা নেন এবং কি জবাব দেন। জবাবের ওপর নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ।’

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের যমুনা সেতু ইকো পার্কে পিকনিকের আয়োজন করে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। সোমবার সাতপোয়া ইউনিয়নের জামিরা এলাকার পাচকাদা বিল থেকে পার্কে যাওয়ার পথে নৌকায় গান বাজিয়ে ছাত্রীদের সঙ্গে নাচানাচি করেন চার জন শিক্ষক। নাচের দৃশ্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে চলছে সমালোচনা। ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন জেলা প্রশাসক।

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ইমরান আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ঘটনা শুনে সত্যতা যাচাইসহ শোকজ দিতে বলেছি। সংশ্লিষ্ট শিক্ষকদেরকে শোকজ করা হয়েছে। এ নিয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভা করছেন। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবং অধিদপ্তরে পাঠাব পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য।’

জানতে চাইলে মাদ্রাসা সুপার ইদ্রিস আলি বলেন, ‘কারণ দর্শানোর নোটিস পেয়েছি। নোটিস পাওয়ার পরই এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ম্যানেজিং কমিটি নিয়ে বসেছি। নাচানাচি করা চার শিক্ষকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিচ্ছি। আজই মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন পাঠাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা