× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে বড় বোন নিহত

বগুড়া অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩ ২৩:১২ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৩ ১২:১৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বগুড়ায় ছুরিকাঘাতে এক নারীকে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে তার স্বামী। বিচ্ছেদের জেরে সাবেক স্বামীর বিরুদ্ধে হামলার এই অভিযোগ উঠেছে। বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুর উপজেলার সুজাবাদ পাথারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম নার্গিস বেগম। তিনি ওই এলাকার রেজাউল করিমের স্ত্রী। 

এ ঘটনায় অভিযুক্ত আনারুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি গাইবান্ধার সাঘাটার এলাকার বাসিন্দা।  

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নার্গিসের ছোট বোনের সঙ্গে আনারুলের ১২ বছর আগে বিয়ে হয়। আনারুল মাদকাসক্ত হওয়ায় সাত মাস আগে নার্গিসের ছোট বোনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এই দম্পতির একমাত্র সন্তান মায়ের সঙ্গেই থাকত। আজ দুপুরে আনারুল তার মেয়েকে দেখতে আসে। পরে সন্ধ্যার দিকে ভায়রা রেজাউলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনারুল, রেজাউল ও তার স্ত্রী নার্গিসকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে দুজনকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন। এতে গুরুতর আহত অবস্থায় রেজাউল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনিছুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ছাড়া আহত রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

নিহতের ছেলে নাঈম ইসলাম বলেন, ‘আমি বাসায় যাচ্ছিলাম। এমন সময় আমার খালার সাবেক স্বামীর সঙ্গে দেখা হয়। তিনি বিচ্ছেদ ভুলে আবার আমার খালাকে নিয়ে সংসার করতে চান। এজন্য আমাকে আমার খালার সঙ্গে কথা বলতে বলেন। এরপর আমাদের বাসায় গিয়ে আবার আমার বাবাকে ছুরি ধরে, মা বাধা দিলে আমার বাবা ও মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আমার মা মারা যান। আমরা এই হত্যাকারীর বিচার চাই।’ 

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘পলাতক অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা