× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় কবরস্থান থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৫ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৪ পিএম

আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থান থেকে কঙ্কাল চুরি। প্রবা ফটো

আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থান থেকে কঙ্কাল চুরি। প্রবা ফটো

সাভারের আশুলিয়ায় একটি কবরস্থানের পাঁচ নারীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের মহিলা কবরস্থান থেকে ওই কঙ্কালগুলো চুরি হয়।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে ওই কবরস্থানে মরদেহ দাফন করা পরিবারের সদস্যরা ভিড় জমাতে শুরু করেন। তবে কে বা কারা কঙ্কালগুলো চুরি করেছে কেউ বলতে পারছে না। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের একসময় কবরগুলো থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানান, কবরস্থানটির এক পাশে নারী আর এক পাশে পুরুষের মরদেহ কবরস্থ করা হয়। মাহমুদা খানম নামের এক নারীর মা দেড় বছর আগে মারা গেলে এই কবরস্থানেই তাকে কবরস্থ করা হয়। তার মৃত্যুর পর থেকেই প্রতি শুক্রবারে মায়ের জন্য দোয়া করতে কবরস্থানে আসেন তিনি। প্রতি শুক্রবারের মতো আজও এলে তিনি কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে আশপাশে আরও চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি নজরে এলে ওই নারী স্থানীয়দের খবর দেন।

কবরস্থানের খাদেমের দায়িত্বে থাকা মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে কবরস্থানে এসেছি। এখানে পাঁচ নারীর কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। প্রতিটি কবর এক থেকে দেড় বছরের পুরোনো। আমরা স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। এ ছাড়া আমরা থানায় এসেছি বিষয়টি অবিহিত করতে।’

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া বলেন, ‘ঘটনাটি আমি ফেসবুকের মাধ্যমে জেনেছি। আমি এলাকায় নেই, ফিরে এসে এ ব্যাপারে খোঁজখবর নেব।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মোমেনুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগেও আশুলিয়ার কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। তবে তাদের এখনও চিহ্নিত বা আটক করা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা