× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর হামলা

রাজবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

রাজবাড়ী ও গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫১ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৩ পিএম

গৌরনদীতে সমাবেশে যাওয়ার পথে দুই যুবদলকর্মীকে পানিতে নামিয়ে কচুরিপানা পরিষ্কারের করেন। প্রবা ফটো

গৌরনদীতে সমাবেশে যাওয়ার পথে দুই যুবদলকর্মীকে পানিতে নামিয়ে কচুরিপানা পরিষ্কারের করেন। প্রবা ফটো

রাজবাড়ীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্যসহ বিএনপির অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের সজ্জনকান্দা মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি নিয়ে খৈয়ামের বাসভবনের দিকে ফেরার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় সংঘর্ষে পুলিশের তিনজন সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

মাহমুদ খৈয়াম অভিযোগ করে বলেন, ‘পুলিশ বিনা কারণে হামলা করে আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে। আমাদের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এ ধরনের আচরণ আশা করিনি।’

তবে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিনের দাবি, বিএনপি কর্মীরা বিনা উস্কানিতে মিছিলের পেছন থেকে পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

এদিকে বরিশালের গৌরনদী-আগৈলঝাড়ায় গত শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যাওয়া ও ফেরার পথে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ হামলায় বিএনপির অন্তত আট নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 

সদর উত্তর জেলা যুবদলের সদস্য সচিব সাইয়েদুল আলম খান সেন্টু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল শহরে আয়োজিত জেলা বিএনপির সমাবেশ ও র‌্যালিতে যোগদানের জন্য গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদলের পাঁচজন কর্মী মিলে শুক্রবার সকালে একটি রিকশায় রওনা দেয়। পথিমধ্যে তারা শরীফাবাদ গ্রামের আওয়ামী লীগ ক্লাবের সামনে পৌঁছলে মাহিলাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কালাম মৃধার নেতৃত্বে ১০-১২ জন আওয়ামী লীগ নেতাকর্মী যুবদল কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তিনজন দৌড়ে পালিয়ে গেলেও সোলাইমান ও বাঈজিদ নামের দুজন কর্মী তাদের হাতে ধরা পড়ে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা যুবদলের ওই দুই কর্মীকে খালের পানিতে নামিয়ে তাদের দিয়ে কচুরিপানা পরিষ্কার করায়।’

হামলার শিকার আহত যুবদলকর্মী সোলাইমান বলেন, ‘আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাকে ও বাঈজিদকে বেধড়ক পেটানোর পর খালের পানিতে নামিয়ে কচুরিপানা পরিষ্কার করতে বাধ্য করে। পরে স্বজনরা সেখান থেকে আমাদের উদ্ধার করে এলাকার চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেয়।’

হামলার অভিযোগ অস্বীকার করে আবু কালাম মৃধা বলেন, ‘আমি এ ঘটনায় সম্পৃক্ত নই, এর কিছু জানিও না। ওই ছেলেদের সঙ্গে আমার দেখাও হয় নাই, কথাও হয় নাই, আমি জানিও না ওরা কারা বা কে।’

অপরদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল শহরে আয়োজিত জেলা বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তিনজন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ছয়গ্রাম বাজারে এ ঘটনা ঘটে। 

রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ মীরের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

একইভাবে হামলার অভিযোগ অস্বীকার করে আশরাফ মীর বলেন, ‘এ সম্পর্কে আমি তো কিছুই জানি না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা