বগুড়া অফিস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৫ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:১৪ এএম
গুরুতর জখম আশিক সরকারকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। প্রবা ফটো
বগুড়া সদর উপজেলায় যুবককে কুপিয়ে এক হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার এরুলিয়া বানদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর জখম যুবকের নাম আশিক সরকার। তিনি একই এলাকার তোজাম্মেল হকের ছেলে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশের এই কর্মকর্তা জানান, পূর্বশত্রুতার জেরে আশিক সরকারের ওপর হামলা হয়েছে। তাকে স্থানীয়রা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১২টার দিকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) উদ্দেশে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করেছে পুলিশ। আহত ব্যক্তি পুলিশের কাছে তিন-চার জনের নাম বলেছে। অভিযুক্তদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।