বরগুনা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ০৮:৫৩ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১০ পিএম
ফাইল ফটো
ইঞ্জিনের গিয়ার ভেঙে যাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে ভাসমান অবস্থায় আছেন ১৭ জেলে। চার দিন ধরে তারা বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় আছেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওই ট্রলারের মালিক আবদুস ছালাম। তিনি পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলার বাসিন্দা।
মোস্তফা চৌধুরী বলেন, গত শনিবার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য ১৭ জেলেসহ ওই ট্রলারটি রওনা দেয়। মঙ্গলবার হঠাৎ গিয়ারের পিনিয়াম ভেঙে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে ফোন করে ট্রলার মালিক আবদুস ছালাম তাদের অবস্থার কথা জানিয়ে উদ্ধারের জন্য অনুরোধ করেন। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে।
কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাফায়েত আবরার জানান, জেলেদের উদ্ধারে তারা অভিযান শুরু করেছেন।