বগুড়া অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:২৮ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১০:৫৭ এএম
বগুড়া সদর উপজেলায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। প্রবা ফটো
বগুড়া সদর উপজেলায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিল শেষে তিন দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোজামনগর থেকে মিছিলটি বের হয়ে নওদাপাড়ায় গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
মিছিলে বগুড়া শহর জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল জানান, সমাবেশে সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, জামায়াতকে মিছিল ও সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। শুনেছি তারা শহরের বাইরে ঝটিকা মিছিল বের করেছে।