× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির চাপ বাড়ায় কাপ্তাই বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে

রাঙামাটি ও কাপ্তাই প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৯ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৭ পিএম

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বাড়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবকটি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। প্রবা ফটো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বাড়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবকটি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। প্রবা ফটো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপ বাড়ায় রাঙামাটির কাপ্তাই বাঁধের সবকটি স্পিলওয়ে (গেট) খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁধের ১৬টি গেট একযোগে খুলে দেওয়া হয়।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুরজ্জাহ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল (বৃহস্পতিবার) লেকের পানির উচ্চতা ছিল ১০৭ দশমিক ৫৪ ফুট মিন সি লেভেল (এমএসএল); যা রুলকার্ভ (হ্রদের পানির পরিমাপক) থেকে ৬ ফুট ওপরে।’

‘লেকে সর্বোচ্চ পানিধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আজ পাানিবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ৬ ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। প্রতি সেকেন্ডে এ গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পাশের কর্ণফুলীতে গিয়ে পড়ছে,’ যোগ করেন কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।

বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। এর পাঁচটি ইউনিট থেকে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা