সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১২:১৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৪ পিএম
অভিযান চালিয়ে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রবা ফটো
সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি টাকায় আলু বিক্রি করায় সিরাজগঞ্জে এক খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের গোশালা মহল্লার কাঁচামালের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অতিরিক্ত মূল্যে আলু বিক্রি কৃষি বিপণন আইনের ৪৫ ধারায় তাদের জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
তিনি বলেন, অতিরিক্ত মূল্যে আলু বিক্রির অপরাধে জনপ্রিয় ভাণ্ডারের মালিক বকুল খন্দকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে অতিরিক্ত মূল্যে আলু বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
সরকারের বেঁধে দেওয়া দামে আলু, পেঁয়াজ, ডিম বিক্রি করতে মাইকিং করে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে। এ অভিযানে বাজার পরিদর্শক ও বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।