সরিষাবাড়ী (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫০ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪ পিএম
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। প্রবা ফটো
জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা ও যাত্রী আহতের ঘটনায় ট্রাকচালক আটকের প্রতিবাদে যমুনা সার কারখানার পরিবহন বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আটক চালককে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহসহ কমান্ড এরিয়ার ১৯টি জেলায় সার পরিবহন বন্ধ রাখে ট্রাক শ্রমিক ইউনিয়ন।
কারখানা ও ট্রাক শ্রমিক ইউনিয়ন সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি ট্রাক জামালপুর নান্দিনা থেকে তারাকান্দিতে ফিরছিল। পথিমধ্যে সরিষাবাড়ী পৌরসভার আলতা সিনেমা হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশা সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশা চালক রতন মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও ট্রাক ড্রাইভার সোলাইমানকে আটক করে। শুক্রবার সকালে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়ন যমুনার সার কারখানা থেকে ১৯টি জেলার সার পরিবহন বন্ধ করে দেয় ট্রাক শ্রমিকরা। পরে দুপুরে ড্রাইভারকে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেয় তারা।
এ ব্যাপারে তারাকান্দি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি টিটু মিয়া জানান, ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে একটি অটোরিকশার চালক আহত হয়। আহত চালকের চিকিৎসা করাচ্ছি আমরা। এ ঘটনায় পুলিশ ট্রাক ড্রাইভারকে থানায় নিয়ে যায়। তার প্রতিবাদে আমরা সার পরিবহন বন্ধ রেখেছিলাম। দুপুরে আটক ড্রাইভারকে ছেড়ে দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
তারাকান্দি যমুনা সারকারখানা মহা-ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ট্রাকচালককে পুলিশ আটক করে। এ ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিকরা সার পরিবহন বন্ধ রেখেছিল। তাকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ বলেন, ‘ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও আহত রোগীর স্বজনদের সঙ্গে আলোচনা করে উভয়পক্ষের সমঝোতায় ট্রাক ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়েছে।’