প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৩৫ পিএম
সিরাজুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
নেত্রকোনার মদন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী শনিবার। ২০১৬ সালের এইদিনে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিরাজুল ইসলাম খান নেত্রকোনা জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চেয়েছেন।