নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:১৬ পিএম
সরকার পদত্যাগ না করলে ঢাকাসহ সারা দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত এ সরকার পদত্যাগ করবে না, ততক্ষণ আন্দোলন চলবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে আগামী ১৭ মার্চ ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজশাহী বিভাগীয় রোড মার্চ উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সেলফি তুলে লাভ নেই। আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার দিন শেষ। আগামী সংসদ নির্বাচন আওয়ামী লীগের অধীনে হবে না। আওয়ামী লীগ মুক্ত হবে আগামী নির্বাচন। নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আওয়ামী লীগ যতো রকম ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, কোনো লাভ হবে না।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।