বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৭ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৫৯ পিএম
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। প্রবা ফটো
তাৎক্ষণিকভাবে নদীভাঙন রোধে বালুভর্তি জিও প্রকল্প নেওয়া হবে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠনের সুযোগ দিলে টেকসই মেগা প্রকল্প নেওয়া হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর ও গোপালীয়া এলাকায় নদীভাঙন পরিদর্শন শেষে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কর্নেল জাহিদ ফারুক শামীম বলেন, 'বিএনপির আমলে দক্ষিণাঞ্চলের একজন পানিসম্পদমন্ত্রী ছিলেন। তবে এ অঞ্চলের নদীভাঙন রোধে কোনো কাজ হয়নি। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর ভোলা, পটুয়াখালী, বরগুনায় নদীভাঙন রোধে অনেক প্রকল্প নেওয়া হয়েছে। এই বাউফলের ধুলিয়াতে তেঁতুলিয়া নদীর ভাঙনরোধে ৭১২ কোটি টাকার টেকসই বাঁধ প্রকল্পের কাজ চলছে।'
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, 'অভাবনীয় উন্নয়ন হয়েছে দক্ষিণাঞ্চলে। যা শেখ হাসিনার অবদান। পদ্মা সেতু, পায়রা বন্দর, সেনানিবাস, লেবুখালী সেতু, তাপবিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হয়েছে।'
তিনি বলেন, 'আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণ করে। নদীভাঙন রোধ করে মানুষের মুখে হাসি ফোটাবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুতুবুল আলম, পাউবোর (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার সাইদুর রহমান, জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসন খান প্রমুখ।