চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে আব্দুর রহমান সুজন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২০ বছর বয়সি আব্দুর রহমান সুজন নোয়াখালীর সেনবাগের রিপনের ছেলে। তিনি খুলশী থানা এলাকায় থাকতেন।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) খুলশীর সেগুনবাগান কেন্টিন গেট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, ‘সোহান নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করে। তার লাশ জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে।’