× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহানন্দায় পাথর উত্তোলন নিয়ে শ্রমিক-বিজিবি সংঘর্ষ, আহত ১২

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩ ২২:৩৮ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথরশ্রমিকদের মধ্যে বিরোধে কয়েকজন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। প্রবা ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদীতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথরশ্রমিকদের মধ্যে বিরোধে কয়েকজন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। প্রবা ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্ত ঘেঁষা মহানন্দা নদীতে পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথরশ্রমিকদের মধ্যে বিরোধে কয়েকজন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখেন শ্রমিকরা। এ সংবাদে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ওই নদীর ভাদ্রুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে বিজিবি পাথর ব্যবসায়ী, ট্রাক্টরচালকসহ চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক ব্যক্তিরা হলেন- তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টরচালক সোলেমান আলী, একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, রণচণ্ডী এলাকার ট্রাক্টরচালক অমিত হাসান ও পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টরচালক শিমুল হাসান।

এদিকে বিজিবির লাঠিচার্জে অনেক নারী-পুরুষ আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাথরশ্রমিকেরা। আহত ব্যক্তিরা হলেন- ভাদ্রুবাড়ি এলাকার আমিনুর রহমান, সবিরন নেছা, ইমারন নেছা, মালতি, আকলিমা আক্তার, আতুল, ছালেমা বেগম, আঞ্জনা, জোসনা, আঞ্জুনা, সালেকা ও সরকারপাড়া এলাকার রাসেল। 

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মহানন্দা নদীর ১৭ কিলোমিটার এলাকাজুড়ে নদীপারের প্রায় ২৫ হাজারের বেশি মানুষ পাথর তুলে জীবিকা নির্বাহ করেন। তাদের পেশাই এ নদী থেকে পাথর উত্তোলন করা। কিছুদিন ধরে সীমান্তবর্তী এ নদী থেকে পাথর উত্তোলনে বাধা দেয় বিজিবি। এ নিয়ে বিজিবি ও শ্রমিকদের মধ্যে বিরোধ চলছিল।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভাদ্রুবাড়ি এলাকার আকলিমা আক্তার বলেন, ‘সকালে শ্রমিকরা নদীতে পাথর তোলার পর উত্তোলন করা পাথর দুই-তিনটি ট্রাক্টরে করে আনতে গেলে বিজিবি সদস্যরা ট্রাক্টরগুলো আটকে রাখে। একসময় তারা ট্রাক্টরগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা নারীরা বাধা দিয়ে ট্রাক্টরগুলো নিয়ে নিলে বিরোধ দেখা দেয়। পরে প্রশাসনের লোকজন বসে বিষয়টি সমাধান করছিলেন এমন সময় তিন গাড়ি বিজিবি সদস্য এসে আমাদেরকে মারধর শুরু করেন।’ 

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ‘মহানন্দায় পাথর তোলা নিয়ে মাঝেমধ্যেই বিজিবি ও পাথরশ্রমিকদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়। যুগ যুগ ধরে তারা এখানে পাথর উত্তোলন করে আসছে। আজকেও সীমানা পেরিয়ে মহানন্দায় পাথর তুলতে গেলে বিজিবির সদস্যরা তাতে বাধা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবি লাঠিচার্জ করতে উদ্যত হয়েছিল কিন্তু আমরা তাদের থামিয়েছি।’ 

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল যুবায়েদ হাসান বলেন, ‘গতকাল একটি চক্র নদীতে পাথর উত্তোলনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ছয়-সাতজন বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে আমাদের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা