× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্দরের আয়ের অংশ পেলে চসিকের আরও উন্নয়ন হবে : শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৫ পিএম

বন্দরের আয়ের অংশ পেলে চসিকের আরও উন্নয়ন হবে : শিক্ষা উপমন্ত্রী

চট্টগ্রামে ঢাকার মতো শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণি নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ’আর্থিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে রাজস্ব খাতে বৈচিত্র্য আনতে হবে। বিশেষ করে, বন্দরের আয়ের একটি অংশ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পেলে চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও প্রসারিত হবে।’

রবিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসেবা বাড়াতে চসিকের অভিযোগ সুরাহা ও নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জনগণের অর্থ জনস্বার্থে ব্যয় হচ্ছে কি না, তা নিশ্চিতে জনপ্রতিনিধিদের মনিটরিং বাড়াতে হবে।’

রেজাউল করিম চৌধুরী বলেন, ’স্থানীয় সরকারের অংশ হিসেবে চট্টগ্রামের উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে কেবল রাজস্ব আয়ের ওপর নির্ভর করায় চসিকের পক্ষে এত বড় শহরের কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। চসিক যে সড়ক তৈরি করে, বন্দরের ভারী গাড়ি চলার কারণে শহরের সেই সড়ক ক্ষতিগ্রস্ত হয়। এজন্য যোগাযোগব্যবস্থাকে সচল রাখতে বন্দরের কাছ থেকে চার্জ আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব করেছি। আমাদের রাজস্ব আয়ের ওপর ভিত্তি করে শিক্ষা ও স্বাস্থ্য খাতকেও এগিয়ে নিচ্ছি। আধুনিকায়ন করা হচ্ছে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা। হোল্ডিং ট্যাক্সকে যথাযথকরণ করে সহনীয় পর্যায়ে কর আদায় করা হচ্ছে। সার্বিকভাবে নান্দনিক চট্টগ্রাম গড়তে কাজ করছি আমরা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোমান আল মাহমুদ এমপি, মহিউদ্দিন বাচ্চু এমপি। বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি আবদুস সালাম মাসুম, স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহর লাল হাজারী।

চসিকের উদ্যোগে আয়োজিত তিন দিনের কর্মসূচিতে আরও রয়েছেকর মেলা, বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন এবং কাউন্সিলর ও কর্মকর্তাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ।

অনুষ্ঠানে সেরা করদাতা হিসেবে চার ব্যক্তি ও তিন প্রতিষ্ঠান হতে মেয়র রেজাউল করিম এবং স্মার্ট সিটি কার্যক্রমে অবদান রাখায় প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল ও জনসেবায় বিশেষ অবদান রাখায় মেয়রের একান্ত সচিব আবুল হাশেমের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা