× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জে মধ্যরাতে নদীতে বিলীন ইটভাঁটাসহ ফসলি জমি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

বাকেরগঞ্জে তুলাতলী নদীর ভাঙনে মাঝরাতে বিলীন হয়ে গেল ইটভাঁটাসহ ফসলি জমি। প্রবা ফটো

বাকেরগঞ্জে তুলাতলী নদীর ভাঙনে মাঝরাতে বিলীন হয়ে গেল ইটভাঁটাসহ ফসলি জমি। প্রবা ফটো

বরিশালের বাকেরগঞ্জে তুলাতলী নদীর ভাঙনে মাঝরাতে বিলীন হয়ে গেল ইটভাঁটাসহ অন্তত এক একর ফসলি জমি। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাখরকাঠী ঘোষবাড়ি এলাকায় এ ভাঙনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এটি একটি নজিরবিহীন ঘটনা। সন্ধ্যার পরও ইটভাঁটার আশপাশে তারা কাজ করেছেন। তখন ভাঙনের আলামত বা আশঙ্কা দেখা যায়নি। মাঝরাতে হঠাৎ প্রবল স্রোত ও ঢেউ বাড়ার কারণে ভাঁটার একাংশসহ অন্তত এক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

ইটভাঁটার মালিক শহিদুল ইসলাম ও জাকির মাঝি জানান, প্রতিদিনের ন্যায় ভাঁটায় কাজ চলছিল। রাত বাড়ার সাথে সাথে হঠাৎই ধসে গেল ভাঁটার অর্ধেকটা। ভাঁটাটি এবার নতুন শুরু করেছেন। ক্লিন ও চুল্লির কাজ চলমান ছিল। এমন সময় এই বিপদ তাদেরকে পথে বসিয়েছে। জমিসহ ইট, ঘরবাড়ি, মাটি সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।



শহিদুল ইসলাম বলেন, ‘যা ক্ষতি হওয়ার হয়েছে। এখন ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে ফসলি জমিসহ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। এজন্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের দৃষ্টি আকর্ষণ করছি।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার বলেন, ‘ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে ছুটে যাই। ইউনিয়ন পরিষদ থেকে যতটুকু পারি তাদের সাহায্য করব। ভাঙন রোধের বিষয়ে উপজেলা পরিষদে কথা বলব।’

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল বলেন, ‘ভাঙনের বিষয়টি শুনেছি। সরেজমিন পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের অবহিত করা হবে। বরাদ্দ পেলে প্রতিরোধে ব্যবস্থা নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা