× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উদীচীর নাটক ‘বাঁচন দায়’

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১:২১ পিএম

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উদীচীর নাটক ‘বাঁচন দায়’

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আলু, পেঁয়াজ, মরিচ, তেল, চিনি, ডাল, লবণসহ নিত্যপণ্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন অবস্থাই তুলে ধরা হয়েছে সুনামগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীর পথনাটক ‘বাঁচন দায়’র মাধ্যমে। 

সোমবার (১৮ সেপটেম্বর) শহরের আদালত চত্বর ও রিভার ভিউ এলাকায় নাটকটি পরিবেশন করা হয়। দুপুরে আদালত চত্বরে ছিল বিভিন্ন উপজেলা থেকে সেবা প্রত্যাশী মানুষের ভিড়। গাছে টানানো হলো পাটের বস্তায় আঁকা ব্যানার। সঙ্গে দাঁড় করানো হলো দুটি ফেস্টুন। তাতে লেখা ‘বিদ্যুতের দাম কমাও, গ্যাসের দাম কমাও, নিত্যপণ্যের দাম কমাও।’ 

মানুষ জড়ো হলো চারদিকে। শুরুতে উদীচীর সদস্যরা গান পরিবশেন করেন। পরে শুরু হয় নাটক বাঁচন দায়। প্রায় ১৫ মিনিটের এ পথনাটক উপভোগ করেন পথচারীরা। দর্শক সারিতে নাটকটি উপভোগ করেন, আইনজীবী সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক এনাম আহমদ, মাহাবুবুল হাছান শাহীনসহ তাদের সহকর্মীরা। পরে বিকাল সাড়ে ৫ টায় রিভার ভিউ এলাকায় আবারও পরিবেশন করা হয় নাটকটি।

নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন, সুনামগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গী আলম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আসাদ, পূর্বা, সজিব, তুর্য, বৃষ্টি, রিংকি, ফাতেমা ও মৃন্ময়। 

এ সময় উপস্থিত ছিলেন উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘দেশে তেল-গ্যাস-বিদ্যুতসহ প্রতিটি নিত্যপণ্যে দাম বাড়ছে। একবার দাম বাড়া শুরু হলে আর কমে না। নিম্ন আয়ের থেকে শুরু করে মধ্যবিত্ত্ব পরিবারগুলোর চলতে হিমশিম খেতে হচ্ছে। এখন বাঁচন দায় হয়ে পড়েছে। এরই প্রতিবাদে এই পথ নাটকটি মঞ্চস্থ করেছি। এর আগেও নাটকটি পৌরসভার মুক্তমঞ্চে মঞ্চস্থ হয়েছিল। পরে লঞ্চঘাট, বাস স্টেশন ও বিভিন্ন বাজারে নাটকটি মঞ্চস্থ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা