সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৮ এএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১১:২৩ এএম
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আক্কাস সিকদার নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে মিজমিজি পাইনাদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মিজমিজি তালতলা ক্লাবসংলগ্ন মোতালেব মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আক্কাস সিকদার সবজি বিক্রতা ছিলেন। তিনি ভ্যানে করে বিভিন্ন এলাকায় সবজি বিক্রি করতেন। মঙ্গলবার সকালে ভ্যান নিয়ে যাত্রাবাড়ী যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই হুমায়ুন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।’