কক্সবাজার অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কোডেক স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আইয়ুব। তিনি ১৮ নম্বর ক্যাম্পের ব্লক এইচ- ৫৬ এর উপনেতা (সাব-মাঝি)।
৮ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিং হ্যার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কতিপয় সন্ত্রাসীরা মোহাম্মদ আইয়ুবকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া করা হচ্ছে।