চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২০:১০ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০১:০৭ এএম
গ্রেপ্তার অভিযুক্ত মাদ্রসার শিক্ষক। প্রবা ফটো
চট্টগ্রাম মহানগরীতে মাদ্রাসা ছাত্রকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগে শিক্ষক রিদুয়ানুল হককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিদুয়ানুল চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৩ মার্চ মহানগরীর মেহেদীবাগে দারুস সোফা তাহফিজুল মাদরাসার টয়লেট থেকে শাবিব শাইয়ান নামে হেফজ বিভাগের এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এ সময় মাদরাসা কর্তৃপক্ষ ওই ছাত্র আত্মহত্যা করেছে বলে দাবি করলে মরদেহ ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে শরীরের বিভিন্ন অংশে আঘাতসহ যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় ১৬ মার্চ নিহতের বাবা মশিউর রহমান চৌধুরী বাদী হয়ে চকবাজার থানায় তিন শিক্ষকের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার দুই আসামিকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ রিদুয়ানুলকে গ্রেপ্তার করা হল।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের বলেন, ‘সাত মাস আগে এক মাদ্রাসা ছাত্র হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ফরেনসিক রিপোর্টে ওই ছাত্রকে বলাৎকার করা হয়েছিল বলে উঠে আসে। এ ঘটনায় র্যাব আরও একজনকে গ্রেপ্তার করে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা সকলেই ওই মাদরাসার শিক্ষক। এখনও তারা হত্যাকাণ্ডে কথা স্বীকার করেনি। রিমান্ডে নিয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।’