রাজশাহী অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:১০ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫০ পিএম
রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রবা ফটো
নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এই কারা প্রশিক্ষণ কেন্দ্রটি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফলক উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কারা প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।
উদ্বোধনের পর একাডেমি ভবনের সামনের চত্বরে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার কথা আজ কোনো স্বপ্ন
নয়। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান।
রাসিক মেয়র বলেন, সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করছে। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয়েছে। অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত হওয়ার আগেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। দেশের গোয়েন্দা সংস্থাগুলো দক্ষতার প্রমাণ দিয়ে জাতিকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করছে।’
কারা প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের ম্যুরাল, প্রশাসন ও একাডেমিক ভবন, এমআই ইউনিট ভবন, পুরুষ স্টাফ ও প্রশিক্ষণার্থী
ব্যারাক, মহিলা স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, অফিসার্স মেস, কমান্ড্যান্ট, ডেপুটি
কমান্ড্যান্টের বাসভবনসহ অফিসার্স কোয়ার্টার, গার্ড ভবন, মসজিদ, পাওয়ার হাউস, পাম্প
হাউস, ট্রেনিং শেড, ক্যাফেটেরিয়া, পোডিয়াম, প্যারেড গ্রাউন্ড ও সুইমিংপুল ইত্যাদি রয়েছে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় ১৯৯৫ সালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। ২০১৫ সালের ৯ জুন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়।
২০১৬ সালের ২৪ নভেম্বর কারা প্রশিক্ষণ
কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৩০ জুন নির্মাণকাজ শেষ হয়।