বরিশাল অফিস
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৩ পিএম
হাসপাতাল চত্বরে মিছিল করেন কর্মচারীরা। প্রবা ফটো
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সহকর্মীরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে মিছিল করেন তারা।
বিক্ষোভকারীরা জানান, গত শনিবার বিকালে হাসপাতালের প্যাথলজির ভেতরে বহিরাগতরা ঢুকে রোগীর শরীর থেকে রক্ত নেওয়ার প্রতিবাদ জানান অফিস সহায়ক মো. বায়েজিদ। এ সময় বহিরাগতদের সঙ্গে জোট বেঁধে আইএইচটির কতিপয় যুবক মিলে তাকে মারধর করেন। পরে বিষয়টি হাসপাতাল প্রশাসন পর্যন্ত পৌঁছালে তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। এ ঘটনার জেরে গত সোমবার বিকালে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় পুনরায় বায়েজিদের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার বিচার ও হাসপাতাল কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেন তারা।
হাসপাতালের পরিচালক এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি সবকিছু খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযু্ক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’