× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়র আইভীর বিরুদ্ধে কাউন্সিলর খোকনের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৭ এএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩ ১০:৪৭ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরমেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনেরমেয়র সেলিনা হায়াৎ আইভী। ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে বিভিন্ন ইস্যু নিয়ে অভিযোগ করেছেন ১০নং ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন।

তিনি বলেন, কিছু হলেই আইভী বলে থাকেন শামীম ওসমান চাঁদাবাজি করেন। আমার প্রশ্ন- সিটি করপোরেশনের এতো উন্নয়নের টাকা কোথায় যায়। আর উন্নয়ন করলে লাভ হবে না? এই লাভ কোথায় যায়? সরকারি দলে থেকে আমরা টাকা পাই না, খেতে পারি না। অথচ তার ঠিকাদাররা যারা এক সময় ভাত খেতে পেতেন না; তারা এখন হ্যারিয়ার গাড়িতে ঘোরেন। উনি (আইভী) যে মানুষের চাঁদাবাজি নিয়ে কথা বলেন, তাহলে সিটি করপোরেশনের এতো অর্থ কোথায় যায়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের স্থানীয় একটি নিউজপোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইফতেখার আলম খোকন বলেন, উনি (আইভী) টাকা আনেন সরকারের কাছ থেকে, নিজে থেকে তো আনেন না। জনগণ ট্যাক্স দেয়। উনি শুধু পরিচালনা করেন। উনি একটা বাজেট অধিবেশন করবেন, কবে করবেন, তা আমাদের জানান না। আগের বাজেটে গিয়ে দেখলাম, উনার নিজস্ব কিছু মানুষ দিয়ে প্রশ্ন করান। ফুটপাত নিয়ে প্রশ্ন তোলেন। তারপর সংসদ সদস্য শামীম ওসমানকে বকাঝকা করে বাজেট অনুষ্ঠান শেষ করেন। বছরের একটা বাজেট, এটা অন্তত আনন্দের একটা বিষয়। তিনি কখনো বলতে পারবে না; আমাদের সঙ্গে বাজেটের তারিখ ঠিক করেছেন। 

তিনি বলেন, আমি তো একজন কাউন্সিলর, উনার কর্মী নই। একটা কথা বললেই উনি ধমক দিয়ে বসেন। তাই আমি নগর ভবনে যাই-ই না। আর তাতে তিনিও অনেক খুশি। ৩৬ জন কাউন্সিলর না গেলে তিনি একা মনের মতো সিটি করপোরেশন চালাবেন। শুধু আমার সঙ্গেই নয়, আরও অনেক কাউন্সিলরকেও তিনি ধমক দিয়ে কথা বলেন। এ নিয়ে আমাদের মধ্যে অনেক আলোচনা হয়।

খোকন বলেন, ‘মেয়র কয়, এসপি-ডিসি তার কথা শোনে না। শুনব কেন? আপনারে পাশ করাইলে কী লাভ হয় দেশের? আজকে এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকব না, ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার কইরা দিব, কোন জায়গায় কোন শাস্তি দিব। এই সরকার না থাকলেও আপনার (আইভী) মধ্যে তো কোনো ভয় নাই। ৩৬টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকলে আমরা শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে রাজনীতি করতাম।’

জানতে চাইলে কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে মেয়রকে সবসময় সহযোগিতা করেছি। শামীম ওসমানের রাজনীতি করলেও তিনিই বলেছেন, ‘তুমি মেয়রকে সহযোগিতা করে এলাকার উন্নয়নে কাজ বাগিয়ে নাও। মেয়রের সাথে মিলে মিশে মানুষের জন্য কাজ করো।’ অথচ মেয়র আমাদের কাউন্সিলরই মনে করেন না। কিছু বললেই দমক দেয়। অনেক কাউন্সিলর মাসিক মিটিংয়ে কথাও বলেন না। কারণ তারা মনে করে ধমক খাওয়ার চেয়ে চুপ থাকা ভালো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা