× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতজোড় করে ক্ষমা চেয়ে দেশ ছাড়লেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫১ পিএম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান

হাতজোড় করে ক্ষমা চেয়ে ওমরাহ হজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পরিবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ছাড়েন তিনি। প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন তার পিএস হাফিজুর রহমান।

এর আগে শনিবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করেন সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে আমি অনেক সংঘাতে জড়িয়ে পড়ি, যেটা আমাদের উচিত না। আমি (রবিবার) আমার পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা সবাই দোয়া করবেন। যেন আল্লাহর রাসূলের রওজা মোবারকে যেতে পারি। সেখানে গিয়ে নিজের জন্য যেভাবে দোয়া করব সেভাবে যেন মুসলিম উম্মাহ ও আমার এলাকার ভাই-বোন আছেন, দুনিয়ার সব মানুষের জন্য, দোয়া করতে পারি। নিজের চেয়ে বেশি যেন আপনাদের জন্য চাইতে পারি।‘

তিনি আরও বলেন, ‘আমি একটা মানুষ। ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয়। বিরোধী দল বিএনপিসহ যারা আছেন তারা কষ্ট পান। আমি তাদের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। মুসল্লিদের কাছে হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুলত্রুটি হতেই পারে। হওয়াটাই স্বাভাবিক। ফিরে আসব কি না, জানি না। আপনারা দোয়া করবেন।’

শামীম ওসমান বলেন, ‘মাসদাইর কবরস্থানে আমার মা-বাবা-ভাইয়াসহ পরিবারের সবাই শুয়ে আছেন। আমিও যেন এখানে এসে তাদের সঙ্গে থাকতে পারি, এই দোয়াটা করবেন। মানুষ হিসেবে আপনাদের সবার কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আপনাদের সবার ওপর রহমত দেন, বরকত হেফাজত করেন।’

হজ থেকে ফিরে মাদক নির্মূলে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি যখন প্রথম হজে যাই, তখন আল্লাহর কাছে চেয়েছিলাম, যেন নারায়ণগঞ্জ থেকে যৌনপল্লী পুনর্বাসনের মাধ্যমে উঠিয়ে দিতে পারি। আল্লাহ কবুল করেছিলেন শেখ হাসিনার উছিলায়। আমি এবার আল্লাহর কাছে চাইব, যেভাবে মাদক চারদিকে ছড়িয়ে পড়ছে, তা নির্মূলে যেন কাজ করতে পারি। পুলিশের একার পক্ষে এটা দূর করা সম্ভব নয়। আপনারা দোয়া করবেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যেন দলমত-নির্বিশেষে সমাজের সব ভালো মানুষ নিয়ে আমি যেন কাজ করতে পারি। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। হজে গিয়ে আমি যেন আল্লাহ গাফুরুর রহিমের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি, এই দোয়া চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা