× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি কর্মচারীদের ওপর হামলা

আওয়ামী লীগ নেতাসহ ১৫ জনের নামে মামলা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩ ১১:৪১ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৩ ১১:৪৩ এএম

আওয়ামী লীগ নেতাসহ ১৫ জনের নামে মামলা

গাজীপুরের কালীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নামে মামলা হয়েছে। এতে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান হোসেন আলমগীর হোসেনকে এক নম্বর আসামি করা হয়েছে।

শনিবার রাতে (৩০ সেপ্টেম্বর) আনসার সদস্য আকরাম হোসেন কালীগঞ্জ থানায় মামলাটি করেছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

চেয়ারম্যান আলমগীর হোসেন ছাড়া অপর আসামিরা হলেন জাকির, আকরাম হোসেন, সিদ্দিকুর রহমান, কাজল, কামাল হোসেন ফরাজী, হেকিম, ফয়সাল ফকির, কালাম, জাহাঙ্গীর মেম্বার, রুবেল পালোয়ান, মনির, জাহিদুল, সিরাজ।

গতকাল শনিবার দুপুরের দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ, গাড়ি পার্কিং করতে নিষেধ করায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের উস্কানিতে এই হামলা হয়েছে।

কী ঘটেছিল

আহত ব্যক্তি ও প্রশাসন সূত্রে জানা গেছে, শহীদ ময়েজ উদ্দিনের ৩৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুরে স্মরণসভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে জড়ো হন। তখন জাতীয় কন্যা দিবস উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলছিল।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে প্রথমে উপজেলা পরিষদে দায়িত্বরত আনসার সদস্যরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের গাড়ি চত্বরের বাইরে রাখার অনুরোধ করেন। কিন্তু এতে তারা উত্তেজিত হয়ে ওঠেন। তখন ইউএনও আজিজুর রহমান এসে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিকে গাড়ি বাইরে রাখার অনুরোধ করেন। এ নিয়ে তারা বাকবিতণ্ডায় জড়ান। আওয়ামী লীগ নেতার অনুসারীরা তখন ইউএনওসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঘিরে ফেলেন। একপর্যায়ে ইউএনওর ওপর হামলা চালায় এবং শার্ট ধরে টেনেহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় আনসার সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা ইউএনওকে রক্ষা করার চেষ্টা করলে তাদের ওপরও হামলা হয়। এতে আনসারসহ ছয়জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত নেতাকর্মীরা ইউএনও অফিস এবং উপজেলা নির্বাচন অফিসে ইটপাটকেল মারলে কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার পর কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান বলেন, ‘নিষেধ করার পরও চেয়ারম্যান ও তার অনুসারীরা উপজেলা পরিষদ চত্বরে জটলার সৃষ্টি করে অটোরিকশা-মোটরসাইকেল রাখে। তাদের গাড়ি চত্বরের বাইরের খোলা স্থানে রাখার অনুরোধ করার পর চেয়ারম্যান ক্ষিপ্ত হন। সে সময় তার অনুসারীরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এ ছাড়া ইটপাটকেল নিক্ষেপ করে দপ্তরের জানালা ভাঙচুর করে। তারা আমাকেও লাঞ্ছিত বা হামলার চেষ্টা করলে কর্মকর্তারা আমাকে ঘিরে ধরে গেটের ভেতরে নিয়ে গিয়ে রক্ষা করে।’

ঘটনার পর এ বিষয়ে জানতে চাইলে মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেনকে একাধিকবার ফোন দিলেও ধরেননি।

কালীগঞ্জ থানার ওসি ফায়েজুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় শনিবার রাতে আনসার সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। গতকাল রাত ৩টা পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান অব্যাহত রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা