× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির মুরোদ কতটুকু আমাদের জানা আছে : মায়া

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩ ০৯:১৩ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৩ ১০:৫৮ এএম

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে জনসভায় অতিথিরা। প্রবা ফটো

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে জনসভায় অতিথিরা। প্রবা ফটো

বিএনপি শুধু ৩০ ঘণ্টা, ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেয়, তাদের মুরোদ কতটুকু আমাদের জানা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। নির্বাচনে কে এলো, কে এলো না সেটা জানার দরকার নেই। আগামী ২০ বছরেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যাবে না। বিএনপি শুধু ৩০ ঘণ্টা, ৪৮ ঘণ্টা আলটিমেটাম দেয়, তাদের মুরোদ কতটুকু আমাদের জানা আছে।’

রবিবার (১ অক্টোবর) বিকালে ফেনীর ছাগলনাইয়ায় এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন মায়া। দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত ও সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবিতে ছাগলনাইয়া শহীদ মিনার চত্বরে এ জনসভার আয়োজন করে ১৪ দল। জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। প্রধান বক্তা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সভাপতি রেজাউর রশীদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান।

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী ও উপজেলা জাসদ সাধারণ সম্পাদক রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি হাফেজ আহাম্মদ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন মজুমদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা