× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩ ২১:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রবা ফটো

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রবা ফটো

বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন ক্রিকেট ভক্তরা। শুক্রবার (৬ অক্টোবর) বিকালে স্থানীয় ব্যবসায়ী রাজু আহমেদের উদ্যোগে শহরের পৌরপার্ক এলাকা থেকে শোভযাত্রাটি বের করা হয়।

শহররক্ষা বাঁধ, ডাকবাংলার মোড়, নাগের বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় পৌর পার্কে এসে শেষ হয়। বাংলাদেশের পতাকা ও জাতীয় দলের টি-শার্ট গায়ে শোভাযাত্রায় সহস্রাধিক ক্রিকেট ভক্ত অংশগ্রহণ করেন। মোটরসাইকেল, প্রাইভেট কার ও ছাদখোলা পিকআপেও ভক্তদের সরব অংশগ্রহণ ছিল। তবে বিশাল এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার রুবেল হোসেন। সাধারণ ক্রিকেট ভক্তদের উৎসাহ দিতে এবং বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাতে বাগেরহাটের এই কৃতি খেলোয়াড়ও শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

ক্রিকেট ভক্তদের উদ্দেশে রুবেল হোসেন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমার দুর্বলতা ও আন্তরিকতা অনেক বেশি। এবার বিশ্বকাপে আমাদের ভালো করার সম্ভাবনা রয়েছে। আজকে শোভাযাত্রার আয়োজক ও অংশগ্রহণকারীদের উৎসাহ দিতেই আমি এখানে এসেছি। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আমাদের দল এবার ভালো করবে।’

শোভাযাত্রার আয়োজক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ‘এবার বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভালোবেসেই আমি এই আয়োজন করেছি। আমার আহ্বানে সারা দিয়ে ক্রিকেট ভক্তরা এসেছেন। জাতীয় দলের কৃতি ক্রিকেটার বাগেরহাটের সন্তান পেসার রুবেল হোসেনও এসেছেন। সবাই খুবই আন্তরিকতার সঙ্গে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

সন্ধ্যার পরে পৌর পার্কে একই উদ্দেশ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আায়োজনও করা হয়। এ ছাড়া ২০২২ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা দলকে শুভেচ্ছা জানিয়ে বাগেরহাটে শোভযাত্রার আয়োজন করেছিলেন ব্যবসায়ী রাজু আহমেদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা