× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ কোটি মানুষের দেশে তারা কয়জনকে স্যাংশন দিবে: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১৭:০৮ পিএম

১৭ কোটি মানুষের দেশে তারা কয়জনকে স্যাংশন দিবে: কৃষিমন্ত্রী

১৭ কোটি মানুষের বাংলাদেশে আমেরিকা কয়জনকে স্যাংশন দিবে- এমন প্রশ্ন রেখেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। একই সঙ্গে আমেরিকা অনেক বড় দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে, শক্তির দিক দিয়ে তাদের অনেক নিষেধাজ্ঞা, হুমকি। আমরা এগুলো মোকাবেলা করব।’

মন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, অনেক দেশের রাষ্ট্রনায়ককে নানান ষড়যন্ত্র করে হত্যা করেছে। যত ষড়যন্ত্রই হোক এদেশের জনগণ আমাদের সঙ্গে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক, দেশীয় ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করব। ভিসানীতি বা স্যাংশন যে দিয়েছে, তা ব্যক্তিগত কয়েকজনকে দিবে। ১৭ কোটি মানুষের দেশে কয়জনকে তারা স্যাংশন দিবে?’

শনিবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত দোখলা রেস্ট হাউজে বঙ্গবন্ধুর ম্যুরাল ও বন বিভাগের দুইটি ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘অর্থনৈতিকভাবে আমেরিকা যদি স্যাংশন দেয়, তাহলে আমরাও দেখব কীভাবে এটি মোকাবেলা করা যায়। আমাদের সরকার ন্যায়ের পথে, সত্যের পথে আছে। বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজেই স্যাংশন দিয়ে আমাদের সামগ্রিক উন্নয়নের ধারাকে তারা নিভৃত করতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের অভিযাত্রা অব্যাহত থাকবে।’

গুলশান-বনানীর বড় লোকের ছেলেরা আমেরিকা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা না যেতে পারলে বাংলাদেশের কোনো বড় ক্ষতি হবে না। দুই-একজন মন্ত্রী না গেলেও কোনো ক্ষতি হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না। এটা আমাদের কাছে কোনো বিষয় না। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তাদের (পাকিস্তান) কাছ থেকে ট্যাংক, কামান, বন্দুক ছিনতাই করে আমরা যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক বিশ্বের অনেক দেশ আমাদের পক্ষে ছিল, আমেরিকার জনগণ আমাদের পক্ষে ছিল। ইউরোপের অনেক দেশের সরকার আমাদের পক্ষে ছিল।’

তিনি অভিযোগ করেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার জন্য আবারো জ্বালাও পোড়াও করতে চায়। তারা আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে। তারা আবার যদি হরতাল দেয়, আগুন দেয় তাহলে সময়োচিত শিক্ষা দেয়া হবে। বিএনপি যতই লম্ফঝম্ফ করুক সংবিধানের আলোকেই নির্বাচন হবে।’

‘গণতন্ত্রের অর্থ এই নয়, যা খুশি তাই করবেন। যা খুশি তাই করতে পারবেন না। মানুষের নিরাপত্তা দিতে হবে। মানুষের ভোট নিয়ে নির্বাচিত হয়েছি, শপথ নিয়েছি সুন্দরভাবে দেশ চালাব। যারা আবার হুমকি দিচ্ছে, আগুন সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করবে, মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করবে, তাদের সময়োচিত শিক্ষা দেওয়া হবে’ বলেন মন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা