× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

চার দশকেও চালু হয়নি অপারেশন থিয়েটার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ১৮:৩৭ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪০ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪০ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। প্রবা ফটো

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষ্ঠার ৪০ বছরেও চালু হয়নি অপারেশন থিয়েটার। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটের কারণে অপারেশন থিয়েটারটি চালু করা যায়নি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। এতে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার জনসাধারণ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির যাত্রা শুরু হয়। পরে গত বছরের ৪ আগস্ট ৫০ শয্যায় উন্নীত করা হয়। নির্মাণ করা হয় নতুন ভবনও। শয্যা সংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপারেশন থিয়েটারের জন্য নতুন ভবনের দ্বিতীয় তলায় প্রয়োজনীয় ১৫টি কক্ষ নির্ধারণ করা হয়। 

কিন্তু অপারেশন করার অত্যাবশ্যকীয় জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) পদ থাকলেও পদায়ন নেই। ২০২১ সালের সেপ্টেম্বর দেবাশীষ কুমার নামে একজনকে পদায়ন করা হলেও তিনি যোগদান করেননি। অন্যদিকে জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ইয়াসের আরাফাত ২০১২ সালের ১৮ মার্চ থেকে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই পদে কাউকে পদায়ন করা যাচ্ছেনা। এছাড়াও অপারেশনের জন্য ডায়াথার্মি, ওটি লাইটও সরবরাহ করা হয়নি। তাই জনবল সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অপারেশন থিয়েটার অনেকটা অকেজো হয়ে পড়ে আছে। ফলে হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। 

স্থানীয়রা জানান, খিয়েটার স্থাপন করা হলেও হাসপাতালটিতে অপারেশন করা হয়নি। না। তাই জরুরি ও জটিল প্রসূতি নারীদেরকে বাইরের ক্লিনিকে অথবা জেলা বা বিভাগীয় হাসপাতালে নিয়ে অপারেশন করাতে হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘নতুন ভবনে অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় কক্ষ রাখা হয়েছে। তাছাড়া এখানে জুনিয়র কনসালট্যান্টও (গাইনি) আছে। এখন জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পেলে অপারেশন শুরু করতে পারবো।’ 

জানতে চাইলে নাটোরের সিভিল সার্জন মুহাম্মদ মশউির রহমান বলেন, ‘হাসপাতালটিতে উন্নত সেবা নিশ্চিতে কিছু দিনের মধ্যে প্রয়োজনীয় উপকরণ প্রদানের সুপারিশ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা