× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন বানচাল করার মতো শক্তি বিএনপির নাই : তোফায়েল আহমেদ

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩ ১৬:২৫ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৩ ১৬:৫০ পিএম

সনাতন ধর্মের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রবা ফটো

সনাতন ধর্মের নেতাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। প্রবা ফটো

রেডিও টেলিভিশনে কথা বললেও নির্বাচন বানচাল করার মতো কোনো শক্তি বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যেখানে মানুষ ঐক্যবদ্ধ, সেখানে বিএনপির নির্বাচন বানচাল করার প্রশ্নই ওঠে না। আমরা স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের দল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এ দল সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। যখনই নির্বাচন হবে আওয়ামী লীগ সব শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে।’

সোমবার (৯ অক্টোবর) রাতে সদর উপজেলার গাজীপুর রোডের নিজ বাসভবনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সদর উপজেলার পূজা মণ্ডপগুলোতে নিজস্ব তহবিল থেকে অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সেখানে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিটি উৎসব পালন করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রথম ভোলার নদী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছিল। যার ফলে ভোলায় এখন নদী ভাঙন নেই বললেই চলে। ভোলায় প্রর্যাপ্ত গ্যাস আছে, সেই গ্যাস দিয়ে এখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হবে। তখন ভোলা হবে বাংলাদেশের অন্যতম শিল্প নগরী। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ভোলা-বরিশাল সেতু আমার দীর্ঘদিনের স্বপ্ন। পদ্মা ব্রিজ হয়েছে, এখন ভোলা-বরিশাল ব্রিজ হলে আমরা অল্প সময় ভোলা থেকে ঢকাসহ অন্যান্য জেলায় যেতে পারব। সেই প্রচেষ্টা আমাদের অব্যহত রয়েছে।’

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আশ্রাফ হোসেন লাভু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনীম কুমার সাহা প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা