× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিভিন্ন জেলায় বিএনপির পৃথক অনশন কর্মসূচি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:৪৩ পিএম

বরিশাল নগরীর সদর রোডে পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি। প্রবা ফটো

বরিশাল নগরীর সদর রোডে পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি। প্রবা ফটো

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন মহানগর ও জেলা শহরে অনশন কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। শনিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এসব কর্মসূচি। তবে কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে বিবাদে জড়িয়ে পড়ে দলটির নেতাকর্মীরা। তাদের পৃথক স্থানে কর্মসূচি পালন করতে দেখা যায়। প্রতিবেদকদের পাঠানো খবর-


নারায়ণগঞ্জে হযবরল অবস্থা

শনিবার সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের গলিতে অনশন কর্মসূচির আয়োজন করে বিএনপির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা। তবে কর্মসূচিতে ছিল হযবরল অবস্থা। কর্মসূচি চলাকালেই তীব্র ক্ষোভ ঝেড়েছে দলের নেতাকর্মীরা।

সকাল ১০টায় উপস্থিত হন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফাতেহ মো. রেজা রিপন প্রমুখ। এ সময় মিছিলসহ মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আসতে থাকে। তবে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সাধারণ সম্পাদক রাইদ ইশতিয়াক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানাসহ অঙ্গসংগঠনগুলোর দায়িত্বশীল নেতারা কর্মসূচিতে আসেনি।

এ ছাড়া দুপুর ১২টার আগে জেলা বিএনপির দায়িত্বশীল কোনো নেতাকে কর্মসূচিতে দেখা যায়নি। দুপুর ১২টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঙ্গে কর্মসূচিতে আসেন জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া। এর কিছুক্ষণ আগে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সালাহউদ্দিন সালু উপস্থিত হন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান ছাড়া নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বিভিন্ন পদে প্রভাবশালী নেতারা ও মনোনয়নপ্রত্যাশীরাও কর্মসূচিতে আসেনি। আসেননি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনও। কর্মসূচিতে না আসার বিষয়ে জানতে মুহাম্মদ গিয়াস উদ্দিনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি। সময়মতো কর্মসূচিতে উপস্থিত না হওয়ার বিষয়ে জানতে গোলাম ফারুক খোকনের মোবাইলে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। তার হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

দলের চেয়ারপারসন রোগশয্যায় থাকলেও দায়িত্বশীল নেতাদের এমন আচরণে কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানায়, যখন রাজপথে আন্দোলনে জেলা বিএনপির উত্তাল ভূমিকা রাখার কথা, তখন নেতাদের এমন গা-ছাড়া ভাবই বলে দিচ্ছে আগামীতে জোরালো কর্মসূচিতে ব্যর্থ হবে জেলা বিএনপি।


বরিশালে সভাপতিত্ব নিয়ে বনিবনা না হওয়ায় পৃথক কর্মসূচি 

শনিবার সকাল ১০টায় বরিশাল নগরীর সদর রোডে পৃথক কর্মসূচি পালন করে জেলা ও মহানগর বিএনপি। মহানগর ও উত্তর জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আর মাত্র ২০ হাত দূরে অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিণ জেলা বিএনপি কর্মসূচি পালন করেছে। দলীয় নেতাকর্মীসহ নগরবাসী এ নিয়ে সমালোচনা করেছে। 

সভাপতিত্ব নিয়ে মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপি নেতাদের বনিবনা হয়নি, তাই পৃথক কর্মসূচি পালন করেছে বলে জানায় নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা। বিষয়টি ঠিক হয়নি মন্তব্য করে মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম জাহান বলেন, ‘সম্মিলিতভাবে করা উচিত ছিল।’ 

দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক। মহানগর ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ও মিজানুর রহমান মুকুল সঞ্চালনা করেন। বক্তব্য দেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, জিয়া উদ্দিন সিকদার প্রমুখ।

অন্যদিকে অশ্বিনী কুমার হলের সামনে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বন ও পরিবেশ-বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, সদস্য এবায়েদুল হক চান, আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহসহ অন্য নেতারা। সঞ্চালনা করেন দক্ষিণ জেলার সদস্য সচিব আবুল কালাম শাহীন।


কুড়িগ্রামে দুই গ্রুপের পৃথক কর্মসূচি

কুড়িগ্রাম জেলা বিএনপি দুই গ্রুপে ভাগ হয়ে পৃথক স্থানে অনশন কর্মসূচি পালন করেছে। এ নিয়ে দলের ত্যাগী ও একনিষ্ঠ কর্মীরা বিপাকে পড়েছে বলে জানানো হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের দাদামোড়স্থ চৌরাস্তায় অনশন কর্মসূচি পালন করে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের অনুসারীরা। এ সময় তাসভীর উল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শফিকুল বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক সহসভাপতি শহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহসভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাহাদুর প্রমুখ।

অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার অনুসারীরা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ অফিসে অনশন কর্মসূচি পালন করে। সেখানে বক্তব্য দেন সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, আজিজুল ইসলাম, যুবদলের লেলিন মৎস্যজীবী দলের সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমুখ।


জয়পুরহাটে ৪০০ গজ দূরত্বে দুই গ্রুপের অনশন

জয়পুরহাটেও পৃথক অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। শনিবার সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত মাত্র ৪০০ গজ দূরত্বে দলটির নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করে।

শহরের ২ নম্বর স্টেশন রোড বিএনপির দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএপির আহ্বায়ক হেনা কবির, যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, আক্কেলপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কমল, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জায়েদা কামাল প্রমুখ।

বিএনপি কার্যালয়ের উত্তর দিকে ৪০০ গজ দূরত্বে ফায়ার সার্ভিস কার্যালয়ের পাশে জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অপর একটি গ্রুপ কর্মসূচি পালন করে। এতে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপি নেতা আব্দুল গফুর, সরদার লিয়াকত প্রমুখ।

এ ছাড়া সারা দেশের মহানগর ও জেলাগুলোতে ৩ ঘণ্টার এই কর্মসূচি পালন করে বিএনপি। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুমিল্লা, পিরোজপুর, বগুড়া, নওগাঁ, লক্ষ্মীপুর, ফেনী, নরসিংদী, টাঙ্গাইলে অনশন কর্মসূচি পালিত হয়েছে বলে প্রতিবেদকরা জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা