× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ১৬:০৮ পিএম

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩ ১৭:৫৬ পিএম

বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে আছড়ে পড়ে বিমানটি। প্রবা ফটো

বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে আছড়ে পড়ে বিমানটি। প্রবা ফটো

বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। রবিরার (১৫ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে বগুড়া বিমানবন্দরের পাশে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে আছড়ে পড়ে বিমানটি।

দুর্ঘটনায় পড়লেও বিমানটির পাইলটরা সুস্থ আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর বলেছে, ‘বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়।’

এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাতে মুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বিমানটি দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসার সময় ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি শিমুলিয়া গ্রামের শাহ্ জামান এবং সাজুর বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে আছড়ে পড়ে। বিমানটি এমনভাবে পড়েছে, সামনের অংশ মাটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বিমানের ভেতর থেকে দুই পাইলটকে অক্ষত অবস্থায় বের হতে সহযোগিতা করেন। খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।

ফায়ার সার্ভিস বগুড়ার সহকারী পরিচালক মঞ্জিল হক বলেন, অনুমতি পেলে বিমানটিকে কেটে বের করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা