× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীতে ১০০ নারীসহ ২৭০৭ নবীন সৈনিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩ ২২:০০ পিএম

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩ ২২:১২ পিএম

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ রিক্রুট ব্যাচ-২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। ছবি: ফোকাস বাংলা

জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলে ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ রিক্রুট ব্যাচ-২০২৩ এর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন। ছবি: ফোকাস বাংলা

সেনাবাহিনীতে ১০০ নারীসহ ২ হাজার ৭০৭ জন নবীন সৈনিক যুক্ত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানের মাধ্যমে তারা সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগ দেন। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চট্টগ্রামের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির কুচকাওয়াজ, নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে কোর অব ইঞ্জিনিয়ার্স ও কোর অব মিলিটারি পুলিশের কুচকাওয়াজ, নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে কোর অব ইএমইর কুচকাওয়াজ এবং গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৩- এর এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 

নান্দনিক ও চৌকষ প্যারেডগুলোর মাধ্যমে রেজিমেন্ট অব আর্টিলারিতে ১ হাজার ৪১ জন পুরুষ, কোর অব ইঞ্জিনিয়ার্স ও কোর অব মিলিটারি পুলিশে ৯৩৯ জন (পুরুষ ৮৮৮ জন ও নারী ৫১ জন), কোর অব ইএমইতে ৪৯৪ জন (পুরুষ ৪৫৬ জন ও নারী ৩৮ জন) এবং আর্মি অর্ডন্যান্স কোরে ২৩৩ জন (পুরুষ ২২২ জন ও নারী ১১ জন) সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যুক্ত হন। 

রেজিমেন্ট অব আর্টিলারির কুচকাওয়াজ অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার; কোর অব ইঞ্জিনিয়ার্সের কুচকাওয়াজ অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, কোর অব ইএমইর কুচকাওয়াজ অনুষ্ঠানে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার এবং আর্মি অর্ডন্যান্স কোরের কুচকাওয়াজ অনুষ্ঠানে লজিস্টিকস্ এরিয়ার জিওসি ও এরিয়া কমান্ডার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা