× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের জানমালের নিরাপত্তায় ব্যাঘাত করলে ব্যবস্থা : আইজিপি

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩ ২২:৩৬ পিএম

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ফাইল ছবি

যারা রাজনৈতিক কর্মসূচি করার তারা করবেন। তবে রাজনীতির নামে জনগণের জানমালের নিরাপত্তার ব্যাঘাত করলে পলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, সরকারি সম্পদ রক্ষার জন্যও পুলিশ প্রস্তুত রয়েছে।

শনিবার (২১ অক্টোবর) নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এদিন রাত ৮টার দিকে প্রথমে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রবীর কুমার সাহা।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নারায়ণগঞ্জ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার নিদর্শন স্থাপন করে। আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা নিরাপদে ধর্মীয় উৎসব পালন করেন আমরা আপনাদের পাশে আছি। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের শঙ্কা দেখছি না। তবে আমাদের সবকিছু বিবেচনা রেখে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রেখেছি। আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করুন। নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। পূজাকে সুন্দর ও মনোমুগ্ধকর করতে এখানকার প্রশাসন, রাজনীতিবিদসহ সকলেই একযোগে কাজ করেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার পগালাম মোস্তফা রাসেল, র‌্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, মিশনজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনসহ পূজা উদযাপন পরিষদের নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা