× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘গাড়ি শুধু ট্রেডিং করলেই হবে না, তৈরি করতে হবে’

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২ ২২:৫৮ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২২ ১৩:০৪ পিএম

‘গাড়ি শুধু ট্রেডিং করলেই হবে না, তৈরি করতে হবে’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিদেশ থেকে গাড়ি আমদানি আর ট্রেডিং করলেই হবে না, দেশে তৈরি করতে হবে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী চিটাগাং মোটর ফেস্ট-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুর আলম।

শিক্ষা উপমন্ত্রী বলেন, আজ যারা এ ফেস্টে অংশ নিয়েছেন তাদের প্রতি আহ্বান জানাব, আপনারা দেশে একটা ম্যানুফ্যাকচারিং ভিত্তি গড়ে তুলুন। যেখানে আমাদের দেশের ছেলেমেয়েরা কাজ করবে। সেখানে সেলসম্যান হবে, সাপ্লাইচেইনে কাজ করবে। টেকনিশিয়ান হবে। এ সেক্টরে আমরা উজ্জ্বল সম্ভাবনা দেখতে চাই। ভারতে আছে, পাকিস্তানের মতো দেশে হয়েছে। আমাদের দেশে গাড়ির ইন্ডাস্ট্রি সেভাবে নেই। আমাদের এখানে হতে হবে।

মুহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ইয়ামা, সুজুকি যারা এখানে আসছেন; আপনারা শুধু ভারত থেকে, জাপান থেকে, আমেরিকা থেকে, চায়না থেকে গাড়ি আনলে হবে না, এ দেশে যাতে প্ল্যান্ট স্থাপন করে গাড়ি উৎপাদন করতে পারে সেদিকে কাজ করতে হবে। আপনারা ইমপোর্ট করবেন, ট্রেডিং করবেন এটি হবে না। আমার ছেলের চাকরি চাই। আপনার ফ্যাক্টরিতে আমার ছেলের চাকরি চাই, আমার মেয়ের চাকরি চাই।

তিনি আরও বলেন, আমরা দেখেছি কিছুদিন আগে টয়োটা মিয়ানমারে তাদের প্ল্যান্ট দিচ্ছে। বাংলাদেশে একমাত্র প্ল্যান্ট ছিল প্রগতি। তাদের পরে এখন পিএইচপি এগিয়ে এসেছে। আমরা আরও বেশি বেশি গাড়ি ইন্ডাস্ট্রি চাই।

বাংলাদেশের শ্রীলঙ্কা হয়ে যাওয়া প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, অনেকে ভয় দেখান, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। যারা এ ভয় দেখান তাদের বলব, কিছু পয়সা খরচ করে একবার আকাশপথে গাজীপুর অঞ্চলে যেন ঘুরে আসেন। তখন দেখবেন এ দেশে শেখ হাসিনার কল্যাণে কী পরিমাণ শিল্পায়ন হয়েছে। এ শিল্পকারখানাগুলো আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি করছে। আমরা বিশ্বাস করি, উৎপাদন করে শুধু নিজেদের চাহিদা পূরণ করব না, বিদেশে রপ্তানি করব। ভারতে রপ্তানি করব, নেপালে রপ্তানি করব।

পিএইচপি ফ্যামিলির সহযোগিতায় তিন দিনব্যাপী এ মোটর ফেস্টের আয়োজন করে উইজার্ড শোবিজ। মেলায় পিএইচপি প্রোটন ব্র্যান্ডের গাড়ি ছাড়াও হ্যাভাল, হোন্ডা, পিএফএসকে ও চেরি ব্র্যান্ডের গাড়ি প্রদর্শিত হচ্ছে।

মোটরবাইকের মধ্যে পিএইচপি অটোমোবাইলসের বাইক ছাড়াও ইয়ামাহা, সুজুকি, জেএমই প্রভৃতি ব্র্যান্ড অংশগ্রহণ করে। এ ছাড়া বিভিন্ন লুব্রিকেন্ট ও অর্থলগ্নি প্রতিষ্ঠান তিন দিনব্যাপী এ মেলায় অংশ নিয়েছে।

উদ্বোধনের আগে শিক্ষা উপমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। উদ্বোধনের পর বাজারে নতুন আনা পিএইচপি অটোমোবাইলসের প্রোটন পারসোনা গাড়ির উন্মোচন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আকতার পারভেজ বলেন, আমরা যে প্রোটনের যাত্রা করেছি এর শুরুর দিকটা খুব ভালো ছিল না। বাংলাদেশে একটা গাড়ি তৈরি করা খুব সহজ বিষয় ছিল না। আমরা সাত বছর আগে প্রথমে সিপি গাড়ি দিয়ে ব্যবসা শুরু করি। তারপর যখন অনুধাবন করলাম এটির সম্ভাবনা আছে তখন অ্যাসেম্বলিং শুরু করি। পরে আমরা পেইন্ট শপ করি। এখন আমরা পেইন্ট শপের পাশাপাশি সব স্পেয়ার পার্টস তৈরি করি। এখন আমরা একটি গাড়ি পেইন্ট করি, তারপর অ্যাসেম্বলিং করি, এরপর বাজারজাত করি।

প্রবা/আরএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা